উপকরণ:
- কাটা আলু - ১ কাপ
- কাটা গাজর - ১ কাপ
- কাটা বরবটি - ১ কাপ
- ফুলকপি (বর্গাকারে কাটা ) - ১ কাপ
- কাটা পেয়াজ - ১ কাপ
- কাটা কাচামরিচ - ১ টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী
- ধনেপাতা (কাটা) -১ টেবিল চামচ (ঐচ্ছিক)
- হলুদ গুড়া - ১ চা চামচ
- লবন - ১ চা চামচ
- তেল - ১/২ কাপ
পদ্ধতি:
- সমস্ত সবজি কেটে পরিস্কার করে নিন।
- একটি প্যানএ তেল নিয়ে মাঝারি তাপে গরম করুন। এখন এতে সব সবজি, পেয়াজ, আর কাচামরিচ দিয়ে দিন।
- এরপর হলুদ আর লবন দিয়ে ৫ মিনিট ভালো করে নাড়ুন যাতে করে সবকিছু মিশে যায়।
- এখন ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে করে পুড়ে না যায়।
- সব সবজি নরম হয়ে আসলে এতে ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিন।
- আপনার সবজি ভাজি রুটি/পরোটা/লুচির সাথে পরিবেশন করুন।
|  |