Archive for April 2011

ছোলার ডাল

উপকরণ :
  • ছোলার ডাল  - ১ কাপ (সারা রাত ভিজিয়ে রাখতে হবে ) 
  • পেঁয়াজ (কুচি করা )- ১ টি মাঝারি 
  • আদা বাটা -২চা চামচ  
  • রসুন বাটা-২  চা চামচ 
  • লাল মরিচের গুঁড়া - ১ চা চামচ বা আপনার স্বাদ মত  
  • জিরার গুঁড়া - ১ চা চামচ
  • হলুদের গুঁড়া - ১/২ চা চামচ  
  • গরম মসলার গুঁড়া - ১/২ চা চামচ   
  • শুকনা লাল মরিচ - ২ টি 
  • আস্ত মসলা (এলাচ-২ টি ,দারচিনি - ২ টি , লবঙ্গ - ৩ টি ,তেজপাতা - ২ টি )
  • লবণ - ১/২ চা চামচ বা আপনার স্বাদ  মত 
  • তেল - ১/২ কাপ
পদ্ধতি :
  • ভিজিয়ে রাখা ডাল ভালোভাবে ধুয়ে নিন ।
  • প্যানে মাঝারি আঁচে তেল গরম করে তাতে সব আস্ত মসলা (এলাচ ,দারচিনি , লবঙ্গ ,তেজপাতা ) ভাজুন ও তাতে অল্প শুকনা লাল মরিচ ও পেঁয়াজ কুঁচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত  ভাজুন।তারপর বাকি মসলা (আদা  বাটা , রসুন বাটা , লাল মরিচের গুঁড়া ,হলুদের গুঁড়া , জিরার গুঁড়া , গরম মসলার গুড়া) ও  ১ টেবিল চামচ পানির সাথে লবণ  মিশিয়ে মিশ্রণের মধ্যে দিয়ে নাড়ুন  তেল উপরে ভেসে না উঠা পর্যন্ত।  
  • তারপর তাতে ডাল  দিয়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন ও মাঝারি আঁচে ৫-৬ মিনিট নাড়ুন।  
  • ৪ কাপ পানি দিন ও ভালোভাবে ফুটে উঠলে ঢেকে দিন ও ১৫ মিনিট বা দল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। (আপনার পছন্দ মত পানি কম বা বেশি  দিতে পারেন ডাল ঘন বা পাতলা করার জন্য ).
  • রান্না হয়ে গেলে লুচি , পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন। 

মুড়ো ঘণ্ট

উপকরণ :
  • রুই মাছের মাথা - বড় ১ টি 
  • মুগ ডাল - ১ কাপ 
  • পোলাও চাল- ১/২ কাপ 
  • পেঁয়াজ - ১ টি মাঝারি (কুচানো) 
  • পেঁয়াজ (বাটা )- ৩ টেবিল চামচ 
  • রসুন বাটা - ২ টেবিল চামচ 
  • আদা বাটা - ২ টেবিল চামচ 
  • হলুদের গুড়া - ১ চা চামচ 
  • লাল মরিচের গুড়া - ১ চা চামচ বা আপনার স্বাদ মত 
  • জিরার গুড়া - ১ চা চামচ 
  • ধনিয়া গুড়া - ১ চা চামচ
  • শুকনা লাল মরিচ - ৩ টি (optional)
  • রসুন - ৫/৬টি কোয়া (কুচানো)  
  • আস্ত জিরা- ১/২ চা চামচ
  • তেজপাতা- ৩ টি 
  • ধনেপাতাকুচি- ২ টেবিল চামচ
  • তেল-১/৪ কাপ + ১ টেবিল চা চামচ 
  • লবন- আনুমানিক ৩ চা চামচ বা আপনার স্বাদ মত 
পদ্ধতি :
  • মাছের মাথা ধুয়ে  নিন। 
  • প্যান  এ  মুগ ডাল  ১ মিনিট ভেজে ধুয়ে  নিয়ে ৩ কাপ পানি দিয়ে চাল ও ডাল ৩০-৬০ মিনিট ভিজিয়ে রাখুন 
  • একটি প্যান  এ  তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। সামান্য পানির মধ্যে সব বাটা  ও গুড়া উপকরণ মিশিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়ুন পানি না শুকানো পর্যন্ত।তেল ভেসে উঠলে মাছের মাথা দিয়ে অল্প আঁচে ভাজুন ।নাড়ার সময় মাছের মাথা ছোট টুকরার মতো করে  ভেঙে দিন ।
  • প্যান থেকে মাছের মাথা একটি প্লেটে নামিয়ে রাখুন ।
  • ভেজানো  ডাল ও চাল প্যানে থাকা বাকি মশলার  মধ্যে  দিয়ে নেড়ে পানি দিয়ে ঢেকে দিন ও ডাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন । (প্রয়োজনে গরম পানি দিতে পারেন )
  • তারপর ভাজা মাছের মাথা প্যান এ  দিয়ে ঢেকে দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। 
  • আর একটি  পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে আস্ত লাল মরিচ, জিরা, রসুন কুঁচি ও তেজপাতা দিয়ে নাড়তে থাকুন রসুন বাদামী না হওয়া পর্যন্ত। তারপর গরম তেল ভাজা মসলাগুলো সহ রান্না হওয়া ডালের  উপর ঢেলে দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।  
  • গরম সাদা  ভাত, রুটি বা নান এর  সাথে উপভোগ করুন মুড়ো ঘন্ট। 

কলিজা ভুনা

উপকরণ :
  • গরুর কলিজা -২০০ গ্রাম 
  • টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) 
  •  পেঁয়াজ -১ টি বড় (কুচানো) 
  • হলুদের গুঁড়া- ১/২ চা চামচ 
  • লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ 
  • আদা বাটা -১ চা চামচ 
  • রসুন বাটা-১ চা চামচ 
  • জিরার গুঁড়া -১/২ চা চামচ 
  • গরম মশলার গুঁড়া- ১/২ চা চামচ 
  • এলাচ- ৩ টি 
  • দারচিনি - ২টি 
  • তেল- ৩ টেবিল চামচ 
  • লবন -১ চা চামচ বা আপনার স্বাদ মত 
পদ্ধতি :
  • কলিজা ছোট টুকরা করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিন।
  • প্যানে তেল গরম করে তাতে এলাচ , দারচিনি, দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে পেয়াজ কুঁচি  দিয়ে পেয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
  • কলিজা ও টমেটো ছাড়া বাকি সব উপকরণ দিয়ে অল্প আঁচে  ৩/৪ মিনিট নাড়ুন।তারপর কলিজা দিয়ে মশলার  সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকুন তেল উপরে ভেসে না উঠা পর্যন্ত।  . তারপর গরম পানি দিয়ে ঢেকে দিন ও  সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
  • তারপর টমেটো দিয়ে ঢেকে টমেটো নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। আপনার পছন্দ মত ঝোল ঘন হলে নামিয়ে ফেলুন।  
  •  রুটি, পরোটা বা নান এর সাথে পরিবেশন করুন। 

ছানার পুডিং


উপকরণঃ
  • ছানা - ২ কাপ
  • চিনি - ১/২ কাপ অথবা স্বাদ অনুযায়ী
  • চিনি (ক্যারামেলের জন্য) - ২ টেবিল চামচ
  • ডিম - ৪টি
  • গুঁড়া দুধ - ১ কাপ
  • এলাচ গুঁড়া - ১ চিমটি
  • কাঠ বাদাম(কুচি করা) -  ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
পদ্ধতি
  • ক্যারামেল তৈরির জন্য একটি  প্যানে ২ টেবিল চামচ চিনি এবং ২ টেবিল চামচ পানি মেশান এবং অল্প আঁচে বাদামি রং হওয়া পর্যন্ত চুলায় রাখুন। ক্যারামেল হয়ে গেলে তা দ্রুত পুডিং এর পাত্রে ঢেলে দিন এবং উপরে কাঠ বাদাম কুচি ছড়িয়ে দিন। এরপর এটি ঠান্ডা হতে দিন।
  • এবার বাকি সব উপকরন ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন এবং তা ক্যারামেল করা প্যানে ঢেলে দিন।
  • প্যানটি একটি ট্রেতে বা অন্য একটি বড় ওভেন প্রুফ প্যানে নিন, প্যানে ২ ইঞ্চি পরিমান গরম পানি দিন। 
  • ওভেন ৩৫০ ফা এ প্রিহিট করে নিন। তারপর বড় প্যান বা ট্রেটি ওভেনে দিয়ে ৪৫ মিনিট রাখুন।
  • একটি ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন। ছুরির মাথা পুডিং এর মাঝে হাল্কা করে ঢোকান; যদি ছুরিটির মাথা পরিষ্কার বের হয়ে আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। (আপনি চাইলে প্রেসার কুকারেও পুডিং তৈরি করতে পারেন। প্রেসার কুকারে ১ কাপ পানি নিন, পুডিং মিশ্রনের প্যানটি এতে বসিয়ে দিন এবং কম তাপে চুলায় ২০-২৫ মিনিট রাখুন। ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন।)
  • ওভেন বা প্রেসার কুকার থেকে প্যান বের করে ঠান্ডা করুন (আপনি চাইলে ঠান্ডা হওয়ার পর পুডিং ফ্রিজে রাখতে পারেন।)
  • পরিবেশনের আগে সাবধানে প্যানের প্রান্ত বরাবর পুরো পুডিং এর চারপাশে ছুরি দিয়ে পুডিংটি আলাদা করে নিন। তারপর প্যানের উপর একটি প্লেট বসিয়ে প্যানটি প্লেটটির উপর উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিন। এবার আপনার পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন মজাদার ছানার পুডিং।

কাঁচা মরিচের আচার

উপকরণ:
  •  কম ঝাল  যুক্ত কাঁচা  মরিচ -১৫০গ্রাম  
  • পাঁচ ফোড়নের গুড়া-১/২  চা চামচ 
  • পাঁচফোড়ন -১ চা চামচ 
  • ব্রাউন সুগার  -১/২ কাপ 
  • চিনি -৩ টেবিল চামচ  
  • রসুন কুঁচি -১/৪ কাপ 
  • হলুদের গুড়া -১/২ চা চামচ 
  • লাল মরিচের গুড়া -১/৪ চা চামচ 
  • লাল গোল মরিচের গুড়া -১ চা চামচ 
  • জিরার গুড়া -১চা চামচ 
  • ধনিয়া গুড়া -১/২চা চামচ 
  • গরম মসলা গুড়া -১চা চামচ 
  • এলাচ -৩  টি 
  • দারচিনি -২ টি 
  • তেজপাতা -২ টি 
  • তেঁতুল -১  কাপ (পেস্ট করা )
  • ভিনেগার -১/২ কাপ  
  • সরিষার তেল  -১/ ২কাপ 
  • লবন -১ চা চামচ 
পদ্ধতি :
  •   প্যানে ৩ কাপ পরিমান পানি গরম হয়ে এলে তার  মধ্যে মরিচ দিয়ে ১ মিনিট পরে পানি ঝরিয়ে মরিচ গুলা আলাদা পাত্রে রাখুন। 
  •  অন্য একটি পাত্রে তেল গরম হয়েএলে তাতে আস্ত এলাচ,দারচিনি,তেজপাতা ,পাঁচফোড়ন এবং রসুন দিয়ে নাড়ুন । অন্য উপকরণের গুড়া ,২ চা চামচ ভিনেগার দিয়ে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচে নাড়ুন যতক্ষণ পর্যন্ত মসলা তেলের উপর ভেসে না উঠে । তারপর কাঁচা মরিচ ও বাকি ভিনেগার দিয়ে নাড়ুন ।আঁচ কমিয়ে  ঢেকে দিন।
     
  • মরিচ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন ।
  • নামিয়ে ঠান্ডা করে জারে সংরক্ষণ করুন।  

আলু ভর্তা

উপকরনঃ
  • আলু - ২ টা মাঝারি আকারের
  • আস্ত লাল মরিচ- ২ টা বা পছন্দমত
  • পেঁয়াজকুচি - ১ টা মাঝারি আকারের
  • সরিষার তেল- ১ চা চামচ
  • লবণ - ১/২ চা চামচ অথবা স্বাদমত
পদ্ধতিঃ 
  • আলু নরম করে সিদ্ধ করে নিন। তারপর আলু ঠান্ডা করে ছিলে ভাল করে ভর্তা করে নিন। 
  • প্যানে অল্প তেল গরম করে তাতে আস্ত মরিচগুলো ১ মিনিট মত ভেজে নিন। 
  • ভাজা মরিচ ও পেঁয়াজকুচি ১ চিমটি লবণ দিয়ে ভালকরে মাখান যেন মরিচ ভেঙ্গে যায়।
  • এবার মাখানো পেঁয়াজ-মরিচ, লবণ ও সরিষার তেল ভর্তা করে রাখা আলুতে দিয়ে ভালভাবে মিশান। আপনি চাইলে সবকিছু মাখানোর পর আলু ভর্তা আবার একটু তেলে ভাজতে পারেন।
  • আলু ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।

    পরটা কাবাব রোল

    উপকরণঃ
    কাবাবের জন্যঃ
    • গরুর মাংসের কিমা -  ২৫০ গ্রাম
    • পেঁয়াজকুচি  - ২ টেবিল চামচ
    • হলুদগুঁড়া- ১/৪চা চামচ
    • লাল মরিচের গুঁড়া - ১/৪ চা চামচ
    • কাঁচা মরিচকুচি - ৩টি
    • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
    • ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
    • গরম মসলা গুঁড়া - ১/২ চা চামচ
    • আদা বাটা - ১/২ চা চামচ
    • রসুন বাটা - ১/২ চা চামচ
    • কর্ন ফ্লাওয়ার - ২ টেবিল চামচ
    • ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ
    • তেল - ২ টেবিল চামচ + ১ কাপ
    • লবন - ১/৪ চা চামচ অথবা স্বাদমত 
    • টুথপিক - ৫-৬টি

    পরোটার জন্যঃ 
    •  ময়দা - ১ কাপ
    • লবন - ১/৪ চা চামচ
    • চিনি - ১/৪ চা চামচ (ঐচ্ছিক)
    • গরম পানি
    • ভাজার জন্য তেল - ২ টেবিল চামচ












    পদ্ধতিঃ
    • একটি প্যানে  ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ১ টেবিল চামচ পেঁয়াজকুচি দিন এবং পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন। এরপর এতে কাবাবের সব উপাদান (কাঁচা মরিচ,কর্ন ফ্লাওয়ার , ধনে পাতা ছাড়া) দিয়ে কিছুক্ষন ভাজুন এবং তারপর কিমা দিয়ে নেড়ে ভালো ভাবে মসলার সাথে মিশিয়ে দিন।
    • কিমায় ১/২ কাপ পানি দিন এবং কিমা সিদ্ধ হয়ে নরম আর শুকনো  হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
    • রান্না হয়ে গেলে কিমা প্যান থেকে নামিয়ে নিন এবং অতিরিক্ত তেল শোষণের জন্য একটি কিচেন টিস্যুর উপর রাখুন।
    • এখন কাঁচা মরিচ , কর্ন ফ্লাওয়ার , ধনে পাতা এবং অবশিষ্ট পেঁয়াজকুচি তৈরি কিমায় দিয়ে ভালো ভাবে মেশান। এরপর কিমা দিয়ে লম্বা আকৃতির কাবাবের রোল বানান।
    • একটি প্যানে ১ কাপ তেল গরম করে তাতে মাঝারি তাপে কাবাবগুলো ভাজুন। কাবাবের রঙ লালচে বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কাবাব প্যান থেকে তুলে নিয়ে এক পাশে রেখে দিন।
    • এখন এই লিংক (Plain Parata(পরটা)) অনুসরন করে পরটা বানিয়ে নিন।
    • পরোটার এক কোনায় একটি কাবাব রোল রেখে পরোটার রোল তৈরি করুন এবং পরোটার মাঝখানে ১টি টুথপিক আটকে দিন।
    • একইভাবে বাকি রোলগুলো তৈরী করে আপনার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করুন এবং পরিবেশন করুন সুস্বাদু পরটা কাবাব রোল।

    কিমা কারী


    উপকরণ :
    • কিমা কারী - ২৫০ গ্রাম 
    • আলু - ২ টি মাঝারি (কিউব করে কাটা )
    • পিয়াজ - ১ টি মাঝারি ( ভালোভাবে কুচানো)
    • টমেটো - ১ টি ছোট  ( ভালোভাবে কুচানো)
    • লাল মরিচের গুড়া - ৩/৪ চা চামচ 
    • হলুদের গুড়া - ১/৪ চা চামচ  
    • জিরার গুড়া -১/২ চা চামচ 
    • আদা বাটা -১/২ চা চামচ 
    • রসুন বাটা -১/২ চা চামচ 
    • এলাচ - ৪ টি 
    • দারচিনি -২ টি 
    • টকদই -১ টেবিল চামচ 
    • ধনিয়া পাতা -১ টেবিল চামচ ( ভালোভাবে কুচানো)
    • তেল -১/৪ কাপ 
    • লবন - ৩/৪ চা চামচ বা আপনের স্বাদ  মত 
    পদ্ধতি :
    • প্যানে মাঝারি আঁচে  তেল গরম করে তাতে এলাচ ও দারচিনি দিয়ে কিছু সময় নাড়ুন। তারপর পেঁয়াজ কুঁচি তেলে দিয়ে হালকা  বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। এখন কিমা দিয়ে নেড়ে তাতে সব উপকরণ দিয়ে নেড়ে ঢেকে দিন ও তেল ভেসে না উঠা পর্যন্ত রান্না করুন। 
    • তারপর কিউব করে কাটা আলু দিয়ে ২/৩ মিনিট নেড়ে ২ কাপ পানি দিয়ে ঝোল ঘন ও  আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। কিমা কারীর উপরে ধনিয়া পাতা কুঁচি দিন।
    • নান , রুটি বা পরোটার  সাথে পরিবেশন করুন মজাদার কিমা কারী।

    ডিমের পোলাও



    উপকরণ :
    • বাসমতি চাল -২ কাপ 
    • ডিম- ৫ টি ফেটানো (পোলাও এর  জন্য )
    • ডিম-২ টি সিদ্ধ (সাজানোর জন্য )
    • টমেটো -৩ টি মাঝারি (কুচানো) 
    • পেঁয়াজ -৩ টি মাঝারি (কুচানো )
    • কাঁচা মরিচ - ৫ টি 
    • লাল মরিচের গুঁড়া -১ চা চামচ 
    • জিরার গুঁড়া -১ চা চামচ 
    • আদা বাটা -১টেবিল  চামচ 
    • রসুন বাটা- ১ টেবিল  চামচ 
    • এলাচ -৪/৫ টি 
    • দারচিনি -২টি 
    • তেজপাতা -৩ টি 
    • জয়ফল গুঁড়া -১/২ চা চামচ 
    • নারকেলের দুধ -২ কাপ 
    • ফুড কালার-১ চিমটি (২ টেবিল চামচ পানির  সাথে মিশিয়ে নিতে  হবে )
    • ঘি-২ টেবিল চামচ 
    • তেল -২ চা   চামচ 
    • লবন -দেড় চা চামচ বা আপনার  স্বাদ  মত 
    • পানি -আনুমানিক ৩ কাপ 
    পদ্ধতি :
    • চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। 
    • প্যানে তেল গরম করে ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ কুঁচি দিন ।১/৪ চা চামচ লবন দিয়ে ডিম ফেটিয়ে পেঁয়াজ কুঁচি এর মধ্যে দিয়ে ডিমের  ঝুরি  তৈরি করুন।
    • আর একটি পাত্রে ঘি গরম করে তাতে তেজপাতা , এলাচ, ও দারচিনি দিয়ে কিছুসময় নাড়ুন।বাকি  পেঁয়াজ কুঁচি তেলে দিয়ে ভাজতে থাকুন হাল্কা  বাদামি রঙ না হওয়া পর্যন্ত ।তারপর আদা বাটা, রসুন বাটা, টমেটো কুঁচি, লবন ও সব গুঁড়া মসলা ও নারকেলের দুধ দিন। দুধ ফুটে উঠলে চাল দিয়ে  ৫ মিনিট এর মত নাড়ুন। 
    • তারপর ৩ কাপ গরম পানি দিয়ে নাড়ুন  এবং ফুটতে শুরু  করলে ঢেকে দিন। পোলাও প্রায় হয়ে এলে ডিমের ঝুরি উপরে ছড়িয়ে  দিন। ফুড কালার দিয়ে অল্প আঁচে রেখে দিন.(প্রয়োজনে অল্প  গরম পানি পোলাও এ  দিতে পারেন )
    • চাল ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। 
    • সিদ্ধ ডিম স্লাইচ করে কেটে সাজিয়ে পরিবেশন করুন।( পরিবেশন করার আগে ভালোভাবে মিশিয়ে নিন)। 

    সুইট পিনহুইল

    উপকরণঃ
    • পাফ পেস্ট্রি শিট (Puff pastry sheet) - ১ প্যাকেট
    • রিকটা চিজ (Ricotta cheese) (এক প্রকারে ছানা ) - ১/২ কাপ (আপনি চাইলে বাশায় বানানো ছানাও ব্যবহার করতে পারেন।)
    • বাদাম ( কাঠ বাদাম / পেস্তা বাদাম / পিকান / হ্যাজেল ) - ১/৪ কাপ ( কুচি করা )
    • চিনি - ২ টেবিল চামচ বা স্বাদমত
    • ব্রাউন সুগার - ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
    • এলাচ গুঁড়া - ১/২ চা চামচ
    • ডিম ( ফেটানো ) -১টি  ( পিনহুইলের পাশে ও উপরে ব্রাশ করার জন্য )
    • তেল (বেকিং ট্রেতে স্প্রে করার জন্য )
    পদ্ধতি
    • পাফ পেস্ট্রি শিটটি ফ্রিজার থেকে নামিয়ে প্রায় ১৫-২০ মিনিট মত নরম হওয়ার জন্য রাখুন। 
    • এখন রিকটা চিজ (Ricotta cheese) এর সাথে চিনি, বাদাম, এলাচ গুঁড়া ভালভাবে মিশিয়ে এক পাশে রাখুন।
    • রুটি বেলার পিঁড়িতে হাল্কা ময়দা ছিটিয়ে তার উপর নরম হয়ে আসা পাফ পেস্ট্রি শিটটি রেখে সাবধানে ভাঁজ খুলুন। তারপর এর উপর আবার কিছু ময়দা ছিটিয়ে দিন এবং বেলন দিয়ে শিটটি কিছুটা পাতলা করে নিন।
    • এখন শিটটির উপর চিজের মিশ্রণটি ছড়িয়ে দিন এবং তারপর শিটটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রোল করুন এবং শেষ প্রান্ত অল্প পানি দিয়ে আটকে দিন ।
    • এবার একটি ধারালো ছুরি দিয়ে রোলটি ১.৫ ইঞ্চি পুরু করে কাটুন।
    • বেকিং ট্রেতে কিছু তেল স্প্রে করে তার উপর পিনহুইল এর টুকরাগুলো রাখুন। 
    • পিনহুইলের পাশে ও উপরে হাল্কা করে ফেটানো ডিম ব্রাশ করে দিন।
    • ওভেন ৩৭৫ ডিগ্রী ফাঃ বা ১৯০ডিগ্রী সেলসিয়াস এ প্রিহিট করুন। তারপর বেকিং ট্রে ওভেনে রেখে ৩০ মিনিট অথবা হাল্কা সোনালী রং হওয়া পর্যন্ত বেক করুন ।
    • বেক হয়ে গেলে ওভেন থেকে পিনহুইল বের করে গরম গরম পরিবেশন করুন ।
    ধন্যবাদান্তেঃ
    হাসনা মুস্তাফা
    ( সিডনি , অস্ট্রেলিয়া )

    আলুর হালুয়া

    উপকরণঃ
    • আলু - ৪টি ( মাঝারি আকৃতির)
    • চিনি - ১ কাপ বা আপনার পছন্দমত
    • ঘি / গলানো মাখন - ৩ টেবিল চামচ
    • দুধ - ১ কাপ
    • গুঁড়া দুধ - ২ টেবিল চামচ
    • এলাচ গুঁড়া - ১/৪ চা চামচ
    • দারুচিনি গুঁড়া - ১/৪ চা চামচ
    • কাঠ বাদাম ( কুঁচি করা ) - ২ টেবিল চামচ + ১ টেবিল চামচ( সাজানোর জন্য )
    • কিসমিস - ১৫ টি
    • কোকো পাউডার - ১ চা চামচ
    • ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ (ঐচ্ছিক)
    • লবন - ১/৪ চা চামচ

    পদ্ধতিঃ
    • আলু ধুয়ে মাঝারি তাপে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে আলু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন।
    • একটি প্যানে মাঝারি তাপে ঘি গরম করে তাতে ভর্তা করা আলু, ১ কাপ দুধ, চিনি, এলাচ গুঁড়া এবং লবণ যোগ করুন এবং নেড়ে সব উপাদান ভাল ভাবে মেশান।
    • হালুয়া যখন প্রায় হয়ে আসবে তখন এতে গুঁড়া দুধ, বাদাম, কিশমিশ এবং ভ্যানিলা এসেন্স দিন এবং ক্রমাগত নেড়ে সব উপাদান মিশিয়ে নিন।
    • আলুর মিশ্রণ থেকে ঘি আলাদা হওয়া পর্যন্ত চুলায় নাড়তে থাকুন। হালুয়া হয়ে গেলে তা থেকে ৩ ভাগ করে ২ ভাগ প্যান থেকে নিয়ে ২টি আলাদা প্লেটের উপর রাখুন ( হালুয়া প্লেটে রাখার আগে অল্প ঘি ছড়িয়ে দিন যেন হালুয়া প্লেটে লেগে না যায়।)
    • প্যানের অবশিষ্ট হালুয়ায় কোকো পাউডার যোগ করুন এবং অল্প তাপে ভাল ভাবে মেশান। হালুয়ায় কোকো পাউডার মিশে তা অন্য একটি প্লেটে নিয়ে নিন। 
    • এখন হালুয়ার তিন ভাগ দিয়ে ৩টি পুরু রুটি তৈরি করুন। তারপর কোকো পাউডারের মিশ্রণটি হালুয়ার সাদা মিশ্রনের একটির উপর রাখুন, তারপর সাদা অন্য মিশ্রনটি কোকো পাউডারের মিশ্রণের উপর রাখুন । তারপর এতে হালকা চাপ দিয়ে ৩টি অংশ এক সাথে লাগিয়ে দিন এবং ঠান্ডা হতে রাখুন।
    • একটি ছুরি দিয়ে হালুয়া আপনার ইচ্ছা মতো আকৃতিতে কাটুন ( আপনি চাইলে ছুরিতে অল্প তেল লাগাতে পারেন, এতে হালুয়া মসৃন ভাবে কাটা যাবে ) এবং কাঠ বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

    টার্কিশ নাট কুকি

    উপকরনঃ
    • বাদাম (পিকান/ ওয়ালনাট/ কাঠ বাদাম/ পেস্তা বাদাম/ হ্যাজেল ) - ১ ও ১/২ কাপ
    • ময়দা - ৪ ও ১/২ কাপ
    • বাটার / মার্জারিন - ২ স্টিক ( ৪ আউন্স স্টিক )
    • ডিম - ১টি
    • তেল - ২ টেবিল চামচ
    • টক দই - ২ টেবিল চামচ
    • বেকিং সোডা - ১/৪ চা চামচ
    • লেবু রস - ১/২ চা চামচ + ( ১/২ চা চামচ বেকিং সোডা দ্রবীভূত করার জন্য )
    • চিনি - ২.৫ কাপ
    • পানি - ২.৫ কাপ
    • বেকিং ট্রেতে স্প্রে করার জন্য তেল
    পদ্ধতিঃ
    • একটি প্যানে পানি এবং চিনি নিয়ে ফুটাতে দিন। যখন  সিরাপ ফুটে উঠবে এতে  লেবুর রস দিয়ে আরও ৪-৫ মিনিট ফুটান। তারপর চুলা থেকে নামিয়ে এক পাশে ঠান্ডা হতে রেখে দিন।
    • বাদামগুলো চপারে দিয়ে কুচি করে নিন।
    • এখন একটি বাটিতে গলানো মাখন নিন এবং সাধারন তাপমাত্রায় এটি ঠান্ডা করুন। তারপর তাতে ডিম, তেল, টকদই, বাদাম কুঁচি বা গুঁড়ো এবং বেকিং সোডা ( বেকিং সোডা ১/২ চা চামচ লেবুর রসে দ্রবীভূত করতে হবে ) যোগ করে ভালো ভাবে মেশান। এরপর মিশ্রনে অল্প অল্প করে ময়দা দিন এবং মাখাতে থাকুন। ময়দা ডিমের মিস্রনের সাথে মিশে খামির আকারে হয়ে আসলে ময়দা মেশানো বন্ধ করে দিন এবং খামিরটি আরও কিছুক্ষন ভালো ভাবে মাখুন। 
    • বেকিং ট্রেতে তেল স্প্রে করে রাখুন। এবার খামির থেকে অল্প হাতে নিয়ে গোলাকার বা ডিম্বাকারের বিস্কুট তৈরি করে বেকিং ট্রেতে রাখুন । বাকি খামির দিয়ে একই ভাবে বাকি বিস্কুটগুলো তৈরি করে নিন (বেকিং ট্রেতে বিস্কুটগুলোর মাঝে ১/২ ইঞ্চিমত ফাঁকা রাখুন যেন একটা আরেকটার সাথে লেগে না যায়)।
    • ওভেনের তাপমাত্রা ৩৫০ ডিগ্রী ফাঃ বা ১৮০ ডিগ্রী সেলসিয়াস এ সেট করে বেকিং ট্রেটি মাঝের তাকে রাখুন এবং ৪৫-৫০ মিনিট বেক করুন। ( ৩০ মিনিট পর ওভেন খুলে চেক করে দেখুন)। কুকিগুলো হাল্কা বাদামি রং হয়ে আসলে ওভেন বন্ধ করে দিয়ে বেকিং ট্রে বের করে আনুন। তারপর সবগুলো কুকি একটি বাটিতে নিন এবং এর উপর ঠান্ডা করে রাখা চিনির সিরাপ ঢেলে দিন (খেয়াল করুন সব কুকি সিরাপে ভালো ভাবে ডুবেছে কিনা )। এরপর বাটিটি ঢেকে দিন এবং কুকিগুলোকে ৩০ মিনিট মত সিরাপে ভিজিয়ে রাখুন। ( ভালো ফলাফলের জন্য বাটিটি ওভেনে রেখে ওভেনের দরজা খোলা রাখুন (খেয়াল রাখবেন ওভেন যেন বন্ধ থাকে )  ( নীচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে )) 
    • কুকিগুলো সিরাপ থেকে তুলে একটি প্লেটে নিয়ে পরিবেশন করুন।
    ধন্যবাদান্তেঃ 
    ডারিয়া
    (Columbia, SC, USA)

    বাঁধাকপিতে গরুর মাংস


    উপকরণঃ
    • গরুর মাংস - ২৫০ গ্রাম ( হাড় ছাড়া )
    • বাঁধাকপি -৫০০ গ্রাম (কুচানো )
    • পেঁয়াজ - ১ টি বড় (ভালভাবে কুচানো) 
    • কাঁচা মরিচ - ৪ টি 
    • লাল মরিচের গুঁড়া - ১/২ চা চামচ 
    • হলুদের গুঁড়া - ১ চা  চামচ 
    • জিরার গুঁড়া - ১ চা  চামচ  
    • ধনিয়া গুঁড়া - ১ চা  চামচ
    • গরম মশলার গুঁড়া - ১/২ চা  চামচ 
    • আদা বাটা - ১/২ চা  চামচ 
    • রসুন বাটা - ১/২ চা  চামচ 
    • এলাচ -৪ টি 
    • দারচিনি - ১ টি 
    • লবঙ্গ- ৪ টি 
    • তেল- ৬ টেবিল চামচ 
    • লবন - ১ চা চামচ বা আপনার স্বাদ মত 
    পদ্ধতিঃ
    • বাঁধাকপি ধুয়ে কুচি করে নিন ।
    • গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে নিন ।
    • প্রেসার কুকারে ৪ চা চামচ তেল মাঝারি আঁচে  গরম করে তাতে এলাচ, দারচিনি , লবঙ্গ  দিয়ে কিছু সময় নাড়ুন।  অর্ধেক কুচানো পেঁয়াজ দিয়ে তা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন।  
    • ১/২  চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ১/২ চা চামচ লবন ও মাংস দিয়ে নাড়তে থাকুন তেল ভেসে না উঠা পর্যন্ত ।তারপর তাতে ১ কাপ পানি দিন ও ফুটে উঠলে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে  দিয়ে ৭ টি হুইসেল আসা পর্যন্ত বা ১৫ মিনিটমত  রান্না করুন । মাংসে পানি থাকলে তেল ভেসে উঠা  পর্যন্ত রান্না করুন। 
    • আর একটি পাত্রে ২ চা চামচ তেল গরম করে তাতে বাকি পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন ।তারপর গরম মশলা ছাড়া বাকি সব উপকরণ দিয়ে কিছু সময় নেড়ে বাঁধাকপি দিয়ে ৫ মিনিট এর মত রান্না করুন ।
    • বাঁধাকপির ভিতরে মাংস দিয়ে নাড়ুন ।
    • তারপর তাতে গরম মশলার গুঁড়া ও ১ কাপ পানি দিয়ে ১০ মিনিট এর মত রান্না করুন ।
    • রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

    বাটার চিকেন

    উপকরণ :
    • মুরগির মাংস - ৫০০ গ্রাম ( হাড়  ছাড়া )
    • মাখন - ১০০ গ্রাম 
    • পেঁয়াজকুচি - ১ টি বড়
    • টমেটো - ২ টি মাঝারি ( ছোট করে কাটা )
    • লাল মরিচের গুঁড়া -১ চা চামচ 
    • জিরার গুঁড়া -১ চা চামচ
    • ধনিয়া গুঁড়া -১ চা চামচ
    • গরম মসলার গুঁড়া-১ চা চামচ
    • আদা বাটা -১ চা চামচ
    • রসুন বাটা -১ চা চামচ
    • ফ্রেশ ক্রিম -১/২ কাপ 
    • টকদই- ২ টেবিল চামচ 
    • লেবুর রস -১ চা চামচ
    • এলমন্ড - ৫ টি
    • চিনি - ১/২ চা চামচ (ইচ্ছা)
    • তেল - ৬ টেবিল চামচ
    • লবন - ১ চা চামচ বা স্বাদমত 
    পদ্ধতি:
    • মুগরী ছোট টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে ১/২ চা চামচ লাল মরিচের গুড়া, ১/২ চা চামচ জিরার গুড়া, ১/২ চা চামচ ধনিয়া গুড়া, ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, টকদই, লেবুর রস ও ১/৪ চা চামচ লবন দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।  
    • প্যান এ মাঝারি আঁচে তেল গরম করে মাংস হালকা করে ভেজে নিন।
    • বাকি তেলে পেয়াজ কুচি, টমেটো কুচি, এলমন্ড, বাকি গুঁড়া মসলা ও বাটা উপকরণ (গরম মসলার গুঁড়া ছাড়া ) দিয়ে কিছু সময় নেড়ে তাতে ১ কাপ পানি দিন এবং ৫ মিনিট রান্না করুন। তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মসৃণ একটা মিশ্রণ তৈরী করুন।
    • এবার প্যান এ মাঝারি আঁচে মাখন গলিয়ে তাতে তৈরী মিশ্রণটি দিয়ে অল্প পানি ও লবন দিন। তারপর মিশ্রন আর মধ্যে ক্রিম দিয়ে ভালোভাবে মিশিয়ে ৩ মিনিট রান্না করুন।
    • এখন মিশ্রনের মধ্যে মাংস দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন। তারপর চিনি ও গরম মসলার গুড়া দিয়ে আরো ৫ মিনিট বা ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
    • রান্না হয়ে গেলে গরম গরম চাপাতি,ভাত বা নানের সাথে পরিবেশন করুন বাটার চিকেন।

    ভাজা পুলি পিঠা


    উপকরনঃ
    • নারিকেল - ১ কাপ (কোড়ানো)
    • পাটালি গুড় / চিনি - ৪-৫ টেবিল চামচ ( পুরের জন্য )
    • চিনি - ১/২ কাপ ( খামিরের জন্য )
    • চালের গুঁড়া / ময়দা - ১ কাপ
    • এলাচ গুঁড়া -১/২ চা চামচ
    • লবন - ১ চা চামচের মতো
    • তেল-ডুবো তেলে ভাজার জন্য
    পদ্ধতিঃ
    •  মাঝারি তাপে প্যান গরম করুন। প্যান গরম হলে তাতে নারিকেল এবং গুড় / চিনি দিয়ে প্রায় ৫ মিনিটের মতো নাড়ুন। এলাচ গুঁড়া যোগ করুন এবং মিশ্রণটি আঠালো আর ঘন হয়ে আসা পর্যন্ত নাড়ুন। তারপর মিশ্রনটি চুলা থেকে নামিয়ে  ঠান্ডা হতে রাখুন।
    • একটি প্যানে ১ কাপ পানিতে লবন দিয়ে সিদ্ধ করুন। পানি ফুটতে থাকলে ধীরে ধীরে চালের গুঁড়া /ময়দা যোগ করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন। এখন মিশ্রনে চিনি যোগ করে পানি শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন।
    • এবার মিশ্রণটি পাত্রে নিয়ে ভালভাবে মাখিয়ে নরম ও মসৃণ খামির তৈরি করুন।
    • খামির তৈরি হয়ে গেলে তা থেকে ছোট ছোট বল তৈরি করুন। পিঁড়িতে শুকনো ময়দা ছড়িয়ে বল থেকে গোলাকৃতির রুটি তৈরি করুন ।
    • রুটির কোনায় নারকেলের পুর রেখে রুটি অর্ধচন্দ্রাকারে ভাঁজ করে রুটির কোনা আঙ্গুল দিয়ে চেপে দিন যেন পুর বাইরে বের না হয়ে আসে। বাকি অংশ রান্নাঘরের কাঁচি /পিজা কাটার অথবা ছুরি দিয়ে কেটে পুলির আকার দিন। একইভাবে বাকি পুলিগুলো বানিয়ে রাখুন।
    • এবার মাঝারি তাপে তেল গরম করে পুলিগুলো উভয় দিকে সোনালি বাদামী রং আসা পর্যন্ত ভাজুন।
    • ভাজা হয়ে গেলে গেলে পুলিগুলো পেপার টাওয়েল বা কিচেন টিস্যতে তুলে নিন এবং পরিবেশন করুন মজাদার ভাজা পুলি।

    - Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -