Archive for March 2013

জর্দা

উপকরনঃ 
  • বাসমতী চাল - ১ কাপ 
  • চিনি - ১/২ কাপ অথবা আপনার স্বাদ অনুযায়ী 
  • অরেঞ্জ ফুড কালার- ১/৪ চা চামচ( ২ টেবিল চামচ পানির সঙ্গে মেশান)
  • ঘি - ২ টেবিল চামচ 
  • কিসমিস- ১০/১২ টি 
  • এলাচ - ২ টুকরা
  • দারুচিনি -১ টুকরা 
  • লবঙ্গ - ২ টুকরা 
  • তেজপাতা - ২ টি 
  • এলমণ্ড কুঁচি - ২ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুঁচি - ১ টেবিল চামচ
  • কালজাম - ২ টি টুকরা করা ( না হলেও চলবে) 
পদ্ধতি:
  • ৪-৫ কাপ ফুটন্ত পানিতে ধোয়া চাল দিয়ে রান্না করুন। চুলা থেকে নামানোর আগে ফুড কালার দিয়ে দিন। 
  • ঝাঁজরিতে ভাত ঢেলে ঠাণ্ডা পানি ঢেলে দিন যাতে ভাতগুলো ঝরঝরে হয়।
  • পাত্রে ঘি গরম করুন। এলাচ, দারুচিনি, কিসমিস, লবঙ্গ, তেজপাতা এবং ১ টেবিল চামচ এলমণ্ড কুঁচি দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন। এর মধ্যে ভাত ঢেলে নাড়ুন। এবার চিনি দিয়ে ভাল করে নেড়ে ঢেকে দিন। প্রয়োজন মনে করলে অল্প ফুড কালার দিতে পারেন।
  • অল্প আঁচে আনুমানিক ১৫ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ চুলায় রাখুন যাতে আঠাল ভাব চলে যায়।
  • এলমণ্ড কুঁচি, পেস্তা বাদাম কুঁচি এবং  কালজামের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ভাত সব্জির বল

৩-৪ জনের পরিবেশন উপযোগী 

ঊপকরনঃ
  • রান্না করা ভাত- ১ কাপ (৬-৮ ঘণ্টা আগের রান্না করা ভাত হলে ভাল হয়)
  • সবজি মিক্স - ১ কাপ (গাজর, বরবটি, মটরশুটি,কর্ণ অথবা আপনার পছন্দ অনুযায়ী সবজি) 
  • ডিম - ১ টি ( ফেটান )
  • ময়দা - ২ টেবিল চামচ 
  • কাঁচা মরিচ কুঁচি - ২/৩ টি 
  • হলুদের গুঁড়া - ১/৪ চা চামচ 
  • ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ 
  • লবন - ৩/৪ চা চামচ অথবা আপনার স্বাদ মত 
  • তেল - ডুবো তেলে ভাজার জন্য 
পদ্ধতি:
  • একটি পাত্রে তেল বাদে সব উপকরণ গুলো নিন। হাত দিয়ে ভাল করে মাখুন। 
  • কড়াইয়ে তেল গরম করুন। ১ টেবিল চামচ পরিমান মিশ্রণ হাতে নিয়ে গোলাকার বল তৈরি করুন এবং গরম তেলে ছাড়ুন। 
  • বল গুলি সুন্দর বাদামি রঙ ধারন করা পর্যন্ত ভাজুন। 

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -