Archive for July 2011

আনারস ইলিশ

উপকরনঃ
  • ইলিশ মাছ- ১ টা (প্রায় ৯০০ গ্রাম)
  • পাকা আনারস - ১/২ (প্রায় ৫০০ গ্রাম)
  • পেঁয়াজকুচি - ২ টা মাঝারি আকারের
  • কাঁচামরিচকুচি- ৭-৮ টা (মাঝখানে চিরে নিন)
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ + ১ চা চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • লেবুর রস - ২ টেবিল চামচ
  • সরিষা বাটা- ৩/৪ চা চামচ
  • চিনি - ১ চা চমচ (ইচ্ছা)
  • তেল - ১ কাপ 
  • লবণ - ২ চা চামচ
পদ্ধতিঃ
  • মাছ কেটে ভাল করে ধুয়ে নিন।  ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।
  • আনারস গ্রেট করে নিন।
  • প্যানে ১/২ কাপ তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।
  • বাকি তেল গরম করে পেঁয়াজকুচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচামরিচ দিয়ে ভালকরে কষান। কষানো হলে গ্রেট করা আনারস দিয়ে নেড়ে দিন এবং ১ কাপ মত পানি দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে উঠা পর্যন্ত রান্না করুন।
  • ঝোল ঘন হয়ে আসলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মত রান্না করে চুলা বন্ধ করে দিন।
  • গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন আনারস ইলিশ।

ফলি মাছের দোপেঁয়াজা

উপকরণ  ঃ
  • ফলি মাছ -৬টি মাঝারি আকারের (আনুমানিক ৬০০ গ্রাম)
  • টমেটো -মাঝারি আকারের ২ টি  ( প্রতিটি ৪-৬ টুকরো করে রাখুন)
  •  পেঁয়াজকুচি - ২ কাপ 
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ + ১চা চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা চামচ  + ১চা চামচ 
  •  জিরা গুঁড়া-১ চা চামচ  
  • রসুন বাটা -১ এবং ১/২  চা চামচ 
  • তেল -১/২  কাপ 
  • লবণ  - ১ চা চামচ  + ৩/৪ চা চামচ বা আপনার স্বাদ অনুযায়ী 
পদ্ধতি :
  • মাছ ধুয়ে অর্ধেক করে কেটে নিন। তাতে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লাল মরিচের গুড়া এবং লবন দিয়ে মাখিয়ে রাখুন। 
  • প্যানে ৪ চা চামচমত তেল গরম করে মাছগুলো উভয় পিঠ বাদামী করে ভেজে উঠিয়ে নিন।
  • বাকি তেল প্যানে দিয়ে পেঁয়াজ নরম করে ভেজে নিন। তারপর মাছ ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
  • এবার ১/২ কাপ পানি প্যানে দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিন এবং সাবধানে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। 
  • মাছের ঝোল ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিন এবং গরম গরম পরিবেশন করুন।

ইলিশ মাছে কচুর লতি

উপকরনঃ
  • কচুর লতি - ৫০০ গ্রাম
  • ইলিশ মাছ - ৪ টুকরা
  • জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ
  • পেঁয়াজ - ১ টা মাঝারি আকারের
  • কাঁচামরিচ - ৭-৮ টা
  • লবণ - ১ চা চামচ বা স্বাদমত
  • তেল- ৬ টেবিল চামচ
পদ্ধতিঃ
  • লতি ছিলে ধুয়ে নিন এবং ৩ ইঞ্চিমত আকারে কেটে রাখুন।
  • একটি পাত্রে ১ লিটার মত পানি ফুটিয়ে তাতে লতিগুলো দিয়ে দিন এবং ২-৩ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন।
  • পেঁয়াজ ও কাঁচামরিচ একসাথে বেটে নিন।
  • মাছ ধুয়ে ১/২ চা চামচ হলুদ ও ১/৪ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ মত তেল গরম করে মাছগুলো হাল্কা ভেজে তুলুন।
  • বাকি তেল প্যানে গরম করে সব মসলা দিয়ে দিন। মসলা একটু কষিয়ে তাতে লতিগুলো দিন এবং নেড়ে দিন। এবার ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
  • তারপর আরও ১ কাপ মত পানি দিয়ে ফুটিয়ে তুলুন। ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন।
  • গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

আস্ত ফুলকপি ভুনা

উপকরনঃ
  • আস্ত ফুলকপি - ১ টা মাঝারি আকারের
  • টমেটোকুচি-  ২ টা মাঝারি আকারের
  • মটরশুঁটি - ১ কাপ
  • পেঁয়াজকুচি- ২ কাপ
  • হলুদ গুঁড়া - ৩/৪ চা চামচ 
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ বা পছন্দমত
  • রসুন বাটা - ১ টেবিল চামচ
  • তেল- ৫ টেবিল চামচ
  • লবণ- ২ চা চামচ বা স্বাদমত
পদ্ধতিঃ
  • ফুলকপি ধুয়ে নিচের পাতার অংশটুকু কেটে ফেলে দিন। এবার একটি বড় পাত্রে পানি সিদ্ধ করে তাতে ১ চা চামচ লবণ ও ফুলকপি দিয়ে ১০-১৫ মিনিটমত মাঝারি আঁচে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হতে রাখুন।
  • একটি বড় প্যানে তেল গরম করে পেঁয়াজ নরম করে ভাজুন। তারপর বাকি মসলাগুলো দিয়ে ২-৩ মিনিট কষান। মসলাতে অল্প পানি দিয়ে ফুটে উঠলে সিদ্ধ ফুলকপিটি দিয়ে দিন এবং সাবধানে ফুল্কপির গায়ে মসলা মাখিয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে ১০ মিনিটমত রান্না করুন।(টিপস)



  • ফুলকপি ভুনা খিচুড়ি বা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।
টিপসঃ 

  • ফুলকপি রান্না করার আগে তেলে হাল্কা বাদামী করে ভেজে নিতে পারেন। 
  • আপনি চাইলে ফুলকপি বেকও করতে পারেন। সিদ্ধ ফুল্কপিটি বেকিং ট্রেতে বসিয়ে কষানো মসলাগুলো গায়ে মাখিয়ে দিন। তারপর ৪০০ ডিগ্রী ফা. এ ২০-২৫ মিনিট বেক করুন। 

আমের চাটনি

উপকরনঃ
  • কাঁচা আম - ৬০০ গ্রাম
  • ভাজা লাল মরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
  • ভাজা পাঁচ ফোড়ন গুঁড়া - ১ চা চামচ
  • ভাজা জিরা গুঁড়া - ১/২ চা চামচ
  • চিনি- ১/২ কাপ বা স্বাদমত
  • সরিষার তেল- ১ টেবিল চা চামচ
  • বিট লবণ- ১ চিমটি 
  • লবণ - ১ চা চামচ
পদ্ধতিঃ
  • আম ছিলে গ্রেট করে নিন।
  • গ্রেট করা আম মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করুন। তারপর ছাকনিতে পানি ঝরিয়ে রাখুন।
  • এবার প্যানে সরিষার তেল গরম করে আমসহ সব মসলা দিয়ে দিন এবং নাড়তে থাকুন। চাটনি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন।
  • ঠান্ডা করে আমের চাটনি পরিবেশন করুন। অতিরিক্ত চাটনি ফ্রিজে রেখে দিতে পারেন।

খাসির মাংসের দোপেঁয়াজা




উপকরণঃ
  • খাসির মাংস - ৫০০ গ্রাম
  • পেঁয়াজকুচি - ৫০০ গ্রাম
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া - ১ চা চামচ 
  • হলুদ গুঁড়া - ৩/৪ চা চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
  • এলাচ - ৫ টুকরা
  • দারচিনি - ২ টুকরা
  • তেজপাতা - ২ টুকরা
  • আদা বাটা - ১ চা চামচ
  • রসুন বাটা - ১ চা চামচ
  • ঘি - ১/২ কাপ
  • টক দই- ১ ১/২ কাপ (ভাল করে বিট করে নিন।)
  • ধনিয়া পাতাকুচি - ১/২ কাপ
  • লবন- ১ চা চামচ
পদ্ধতিঃ
  • খাসির মাংস ছোট করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
  • মাঝারি আঁচে পাত্রে ঘি গরম করে অর্ধেক পেঁয়াজকুচি দিন এবং বাদামি করে ভেজে পাত্র থেকে তুলে রাখুন।
  • এবার বাকি পেঁয়াজকুচি ঘিতে দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন।
  • খাসির মাংস ও বাকি সব মসলা (টক দই ও ধনিয়া পাতা ছাড়া) ঘিতে দিয়ে ভালকরে নাড়ুন জেন সব মসলা মাংসের সাথে মিশে। এবার ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন।
  • এবার বিট করে রাখা টকদই দিয়ে ভালকরে নেড়ে দিন এবং ঢাকনা দিয়ে কম আঁচে মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করুন (দরকার হলে অল্প গরম পানি যোগ করুন।)।
  • তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটুকু মাংসের উপরে দিয়ে আরও ২-৩ মিনিট চুলায় রাখুন।
  • এবার ধনিয়াপাতাকুচি উপরে ছড়িয়ে দিয়ে চুলা বন্ধ করে দিন।
  • খাসির মাংসের দোপেঁয়াজা গরম গরম পোলাউ বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।

চিকেন মাঞ্চুরিয়ান


উপকরন :
  • হাড়ছাড়া মুরগির বুকের মাংস - ৫০০ গ্রাম  
  • কর্ণ ফ্লাউয়ার -২ টেবিল চামচ + ২ টেবিল চামচ  
  • ময়দা - ২ টেবিল চামচ 
  • ডিম - ১টি (ফেটানো )
  • গোল মরিচ -১/২ চা চামচ 
  • রসুন -৬ কোয়া (ভালভাবে কুচানো )
  • আদা- ২ টেবিল চামচ  (ভালভাবে কুচানো )
  • কাঁচা মরিচ - ৬ টি 
  • চিকেন স্টক - ১ কাপ 
  • সয়া সস -৩ চা চামচ 
  • চিনি -১/৪ চা চামচ
  • আজিনমত ( টেস্টিং সল্ট ) -১/৮ চা চামচ 
  • পেঁয়াজ - ১ টি মাঝারি (কুচানো) 
  • ধনিয়া পাতা -২ টেবিল চামচ (কুচানো )
  • তেল - ১ কাপ + ৩ টেবিল চামচ 
  • লবন- আনুমানিক ১/২ চা চামচ বা আপনার স্বাদ মত 
পদ্ধতি :
  • মুরগির মাংস ১ ও ১/২ ইঞ্চি স্কোয়ার করে কেটে ধুয়ে নিয়ে তাতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাউয়ার, ১/২ চা চামচ লবন ,১/২  চা চামচ গোল মরিচের গুঁড়া, ময়দা ,১ চা চামচ সয়া সস ও ফেটানো ডিম দিয়ে ভালভাবে মাখিয়ে নিন।   
  •  প্যানে মাঝারি আঁচে ১ কাপ তেল গরম করে  মাংসের টুকরা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন ও ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল শুষে নেবার জন্য কিচেন টিস্যুর উপরে রাখুন ।
  • মাঞ্চুরিয়ান  সস এর জন্য প্যানে ৩ টেবিল চামচ তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি , আদা কুঁচি , রসুন কুঁচি দিয়ে হাল্কা বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন । তারপর তাতে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে ১ মিনিট এর মত রান্না করুন ।
  • চুলার আঁচ কমিয়ে তাতে চিকেন স্টক , বাকি সয়া সস , লবন , চিনি, গোল মরিচের গুঁড়া, আজিনমত (টেস্টিং সল্ট ) দিন ও ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করুন ।
  • স্টক এর মধ্যে ফ্রাইড চিকেন দিয়ে ৫ মিনিট রান্না করুন ।
  • ১/৪ কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাউয়ার মিশিয়ে চিকেন এর মধ্যে দিয়ে আবার ২-৩ মিনিট রান্না করুন ।
  • তৈরি চিকেন  মাঞ্চুরিয়ান গরম গরম পরিবেশন করুন ।

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -