উপকরণ :
  • ডিম -৪টি (সিদ্ধ করে কুচি করা)
  • মটরশুটি - ১/২ কাপ
  • টমেটো - বড়  ২ টি (ভালোভাবে কুচি করা)
  • পেয়াজ -১ টি মাঝারি (কুচানো )
  • কাঁচা মরিচ - ৩ টি (চিরে দিতে হবে )
  • লাল মরিচের গুড়া -১/২ চা চামচ 
  • হলুদের গুড়া -১/২ চা চামচ 
  • জিরার গুড়া - ১/২ চা চামচ 
  • গরম মসলার  গুড়া -১/২ চা চামচ 
  • আদা  বাটা - -১/২ চা চামচ 
  • রসুন বাটা - ১ চা চামচ 
  • এলাচ -২টি 
  • দারচিনি - ২ টি 
  • তেজপাতা - ১ টি 
  • তেল- আনুমানিক ৩ টেবিল চামচ 
  • লবন -৩/৪ চা চামচ বা আপনার স্বাদ মত
পদ্ধতি :
  • প্যান এ  তেল গরম হয়ে এলে এলাচ ,তেজপাতা ,দারচিনি, কুচানো পেয়াজ দিয়ে নাড়তে থাকুন পেয়াজ নরম না হওয়া পর্যন্ত। 
  • সব গুড়া ও বাটা মসলা ও লবন দিয়ে ১ মিনিট নেড়ে মটরশুটি ও টমেটো দিয়ে নেড়ে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন।
     
  • পানি একদম কমে এলে কুচি করা  ডিম দিয়ে মশলার  সাথে ভালোভাবে মিশিয়ে দিন এবং অল্প আঁচে  আনুমানিক ৩-৪ মিনিট এর  মত রান্না করে চুলা বন্ধ করে দিন। 
  • ডিম মটরশুটির  তরকারি  সাদা ভাত, রুটি বা পরোটার  সাথে পরিবেশন করুন।

    মন্তব্য করুন

    Subscribe to Posts | Subscribe to Comments

    - Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -