উপকরণ :
  • বাসমতি চাল - ২ কাপ 
  • চিংড়ি (মাঝারি)-১০/১২ টি 
  • পেঁয়াজ (কিউব করে কাটা )- ১/২ কাপ  
  • ডিম -৩টি (ফেটানো)
  • আদা  বাটা - ২ চা চামচ 
  • রসুন বাটা -২ চা চামচ 
  • গাজর (কিউব করে কাটা)-১/২ কাপ (optional)
  • বরবটি (ছোট করে কাটা )-১/২ কাপ (optional)
  • ফুলকপি (কিউব করে কাটা)-১/২ কাপ(optional)
  • মটরশুটি -১/২ কাপ (optional)
  • সুইট  কর্ণ -১/২ কাপ (optional)
  • কাঁচা মরিচ - ২/৩ টি 
  • টেস্টিং  সল্ট -১/২ চা চামচ
  • লবন - ২ চা চামচ বা আপনার স্বাদ মত 
  • সয়া  সস - ঢেড় টেবিল চামচ 
  • তেল - ১/৪ কাপ 
পদ্ধতি :
  • একটি প্যানে ৩ কাপ পানি সিদ্ধ কারে করে তাতে সব সবজি ও এক চিমটি  লবন দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে ৫-৬ কাপ পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা ভাতের পানি ফেলে দিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে পানি ভাল করে ঝরিয়ে নিন।
  • প্যান  এ  ১ টেবিল চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ডিমের ঝুরি তৈরী করে তুলে রাখুন।
  • এবার বাকি তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে থাকুন পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত। তারপর তাতে আদা  বাটা, রসুন বাটা ও চিংড়ি দিয়ে ২ মিনিট নাড়ুন। তারপর সব সবজি , কাঁচা মরিচ, লবন, টেস্টিং সল্ট , সয়া সস দিয়ে প্রায় ২ মিনিট এর মত নাড়ুন।   
  • এরপর  ভাত ও ডিমের ঝুরি দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। 
  • প্যান ঢেকে দিয়ে ১৫/২০ মিনিট অল্প আঁচে রাখুন। পুনরায় নেড়ে চুলা থেকে নামিয়ে উপভোগ করুন সুস্বাদু  ফ্রাইড রাইস। 

{ 1 মন্তব্য ... read them below or add one }

  1. দারুন পোষ্ট । আপনাকে ধন্যবাদ । ব্লগটা অনেক সুন্দর । এই রকমের একটি সাইট যেখানে,
    বগুড়ার বিখ্যাত দই এব ৫০+ রকমের সু-স্বাদু মিষ্টি আছে | এই সাইটটি দেখতে পারেন ।
    "অনলাইন দই & মিষ্টি সার্ভিস"

    ReplyDelete

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -