উপকরণঃ
  • ডিম-  ৪ টা 
  • মাওয়া - ১ কাপ
  • কাজু বাদাম- ৪০/৪৫ টা
  • দুধ - ১/৪ কাপ
  •  ৩/৪ কাপ
  • জয়ফল গুঁড়া - ১/৪ চা চামচ
  • জাফরান/ ফুড কালার - ১ চিমটি (ঐচ্ছিক) 
  • ঘি/গলানো বাটার - ৪ টেবিল চামচ + ১ টেবিল চামচ (প্যানে ব্রাশ করার জন্য) 
  • লবন - ১ চিমটি 
পদ্ধতিঃ
  • সব উপকরন ব্লেন্ডারে নিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন।
  • যেই পাত্রে হালুয়া বসাবেন তাতে ঘি ব্রাশ করে একপাশে রাখুন।
  • এবার মিশ্রনটি হাঁড়িতে নিয়ে মাঝারি আঁচে চুলায় দিন এবং নাড়তে থাকুন।
  • মিশ্রনটি ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষন পর্যন্ত তা ঘন হয়ে হাঁড়ির পাশ থেকে আলাদা হয়ে আসছে।
  • হালুয়া হয়ে গেলে ঘি ব্রাশ করে রাখা পাত্রে ঢেলে নিন এবং চামচ বা ছুরি দিয়ে উপরটা সমান করে নিন। তারপর তা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
  • হালুয়া ঠান্ডা হয়ে গেলে পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।

{ 1 মন্তব্য ... read them below or add one }

  1. tried the recipe, very nice, I used full cream milk powder instead of maoa as I dont know how to make it.

    ReplyDelete

- Copyright © টক ঝাল মিষ্টি - Powered by Blogger - Thanks to Johanes Djogan -